মুগ্ধবাংলার সকল সদস্যদের জানাই শারদীয়া, দীপাবলী ও ভ্রাতৃদ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। যেমনটা আপনারা অবগত আছেন, প্রায় মাসখানেক থেকে মুগ্ধবাংলার সফটওয়্যারের আপগ্রেডেশনের কাজ চলছিল। বস্তুত, শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৮ প্রকাশের প্রায় পর পরই আপগ্রেডেশনের কাজ শুরু করে দিই। প্রথমে সাইট অফলাইন করে দিই, কিন্তু তাতে বিশেষ সুবিধা না হওয়ায় এবং সাইটের সদস্যদের কথা ভেবে সাইট আবার চালু করে দিই। তবে আপগ্রেডেশন চলাকালীন ক্রেডিট সংক্রান্ত কোনোও সমস্যা যাতে না হয়, তার জন্য প্রথমে লগ-ইন বোনাস ও এডভিউ বোনাস ক্রেডিট বন্ধ করে দিলেও, পরে, দীপাবলীর দিন থেকে লগইন বোনাস চালু করে দিই। এড-সিস্টেম নিয়ে এখনও বেশ কিছু কাজ বাকি থাকায়, সেটা এখনও চালু করিনি। আজ এখন পর্যন্ত সাইটের যে সব মডিফিকেশন হয়েছে, তা হলঃ-
*বেশ কিছু ভিস্যুয়াল প্রবলেম ও কোডিং এরর ফিক্স করেছি।
*সাইট এখন আগের তুলনায় অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি। যে কোনোও ব্রাউজার থেকে সাইটকে দেখলে আগের তুলনায় অনেক বেশী ছিমছাম ও সুন্দর দেখাচ্ছে।
*সাইট এখন ফুলস্ক্রীন করার সঙ্গে সঙ্গে সাইডবারের ব্যবস্থা করেছি, তবে সেটা এখনও পর্যন্ত গুছিয়ে করে ফেলতে পারিনি। কাজ চলার মত হয়েছে আর কি!
মুগ্ধবাংলার অনেক সদস্যেরই বহুদিন থেকে অনুযোগ ছিল ক্রেডিট সংগ্রহের উপায় সীমিত। বস্তুত মুগ্ধবাংলার পূনর্জন্মের সময় ক্রেডিট সিস্টেমের পরিকল্পনা ছিল না। কিন্তু বাংলাপিডিএফ এর ক্রেডিট সিস্টেম দেখার পর মনে হয়, বইচুরি রুখতে এই সিস্টেমটা অনেকটা কার্যকরী। সেই ভাবনা থেকেই মুগ্ধবাংলা ক্রেডিট সিস্টেমসহ নেটজগতে আসে। ক্রমে দিনের প্রথম লগিনে ক্রেডিট (৩) ও ২৪ঘন্টা পর লগিনে (৫) ক্রেডিট দেওয়া চালু হয়। পেজ ব্রাউজ করার সময় এড দেখার জন্য (৫ঃ১ অনুপাতে) ক্রেডিট দেওয়ার ব্যবস্থাও চালু হয়। এইবার আরও একটি নতুন ক্রেডিট লাভ করার সিস্টেম চালু করছি যা মূলত মুগ্ধবাংলার শারদীয়া সংখ্যা ও নববর্ষ সংখ্যায় আমাদের সদস্যদের অংশগ্রহনের জন্য আমরা বাধ্য হয়েছি এটা চালু করতে।
মুগ্ধবাংলার পরিবার আস্তে আস্তে বাড়ছে। অরিজিতবাবু, বিশ্বদীপবাবু, তারিকবাবুর মত আরও অনেকে নিঃস্বার্থভাবে মুগ্ধবাংলার সঙ্গে যুক্ত হতে চাইছেন, নতুন নতুন কমিকস অনুবাদ করে বাংলা কমিকস জগতকে সমৃদ্ধ করতে চাইছেন। অথচ তাদের অনেকেরই মুগ্ধবাংলায় প্রকাশিত আমার বা শরদিন্দুর কমিকস ডাউনলোড করার মত ক্রেডিট ব্যালান্স নেই। এমতাবস্থায়, তাদের অংশগ্রহনের জন্য এক এক করে তাদেরকে কিঞ্চিত ক্রেডিট উপহার দেওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না এতদিন। অনেক সময় সেটাও করে উঠতে পারি না। বিষয়টা কিছুটা বিব্রতকর আমার কাছে, হয়ত উনাদের কাছেও। পরে মনে পড়লে লজ্জাবোধ হয়। তাই অনেকদিন থেকেই ভাবছিলাম এমন কোনোও ব্যবস্থা করতে, যাতে উনারা অটোমেটিক্যালি তাদের কৃতিত্বের জন্য কিছুটা ক্রেডিট পেয়েই যান, আমাকে উনাদেরকে একে একে ক্রেডিট যাতে না দিতে হয়।
সেই লক্ষ্য নিয়েই, আগামীকাল ১১ই নভেম্বর থেকে মুগ্ধবাংলায় শেয়ার করা সমস্ত নতুন ক্রেডিটযুক্ত কমিকস/বইয়ের জন্য ওই সদস্য প্রত্যেক ডাউনলোডের জন্য ধার্য ক্রেডিটের ২০% অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ কোনো কমিকসের ডাউনলোড ক্রেডিট ১০০ হলে ওই কমিকসের প্রত্যেক ডাউনলোডের জন্য তার শেয়ারার ২০ ক্রেডিট পাবেন অ্যাকাউন্ট ব্যালান্স হিসাবে। সেটা দিয়ে তিনি অন্য সদস্যের কমিকস ডাউনলোড করতে পারবেন। আর মুগ্ধবাংলার আগামীতে প্রকাশিত শারদীয়া সংখ্যা ও নববর্ষ সংখ্যায় অংশগ্রহণকারীরাও একইরকম ভাবে প্রত্যেক ডাউনলোডের জন্য ৫-৫০% পর্যন্ত ধার্য ক্রেডিট পাবেন অ্যাকাউন্ট ব্যালান্স হিসাবে।
আরেকটি কথা, আপাতত ঠিক করেছি রিডিংরুম সেকশনটি মুগ্ধবাংলা থেকে বাদ দেবো। ওই সেকশনটিকে অনেকেই এড়িয়ে চলেন দেখছি। অনলাইন কমিকস পড়া নিয়ে আপনাদের কোনোও মতামত থাকলে এখানে জানাতে পারেন। ধন্যবাদ।
নতুন মুগ্ধবাংলা -- নতুন সুবিধা ও অসুবিধা
10th November, 2021 8:38 AM
Comments
No Comments!